রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই গাড়িসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ আজিজুল শেখ ওরফে রাজু, মোঃ ফজলুল হক ওরফে ফজলু, মোঃ ইউসুফ, মোঃ আব্দুল্লা শিকারী ও উম্মে হ্যানি মিতু। শুক্রবার (১২ নভেম্বর, ২০২১) রাত ১১:১৫টায় ডেমরা থানার সারুলিয়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১২:১৫ টায় ডিএমপি গোয়েন্দা অফিস কম্পাউন্ডে এক অনানুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত জানান গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম সেবা।
তিনি বলেন, রাজধানীর কদমতলী থানা এলাকায় দুইটি পিকআপ চুরির ঘটনায় গত ১০ অক্টোবর, ২০২১ তারিখে কদমতলী থানায় মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা ওয়ারী বিভাগ। তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার সারুলিয়া এলাকা হতে আজিজুল, ফজলুল, ইউসুফ, আব্দুল্লা ও মিতুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে কদমতলী থানা এলাকায় চুরি হয়ে যাওয়া একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আজিজুলের দেয়া তথ্য মতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার নিমতলা ট্রাক স্ট্যান্ড হতে আরও চারটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়।
অপরাধের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পিকআপ চুরির পর চোরাই মোবাইল ফোন ও সিম ব্যবহার করে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে গাড়ি ফেরত দেয়ার শর্তে টাকা দাবি করতো। বিকাশের মাধ্যমে চাহিদা মতো টাকা পেয়ে চোরাই গাড়ি দূরবর্তী কোন স্থানে রেখে গাড়ির মালিককে গাড়ি নিয়ে যেতে বলতো। তবে তারা গাড়ির কাগজ গাড়ির মালিককে ফেরত না দিয়ে কাগজ ফিরিয়ে দিবার শর্তে আরো টাকা আদায় করতো।
তিনি আরো বলেন, যেসব গাড়ির মালিক গ্রেফতারকৃতদের চাহিদা মতো টাকা দিত না কিংবা পুলিশে অভিযোগ করতো সেসকল গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় ও অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সুত্র:ডিএমপি