1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

এশিয়ান ক্লাব কাপ দাবায় রানার্সআপ বাংলাদেশ পুলিশ

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৫৬৮ বার পঠিত

এশিয়ান দাবা ফেডারেশন ও ইরান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান ক্লাব কাপ হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপে ইরানের পিরামিড দল চ্যাম্পিয়ন ও বাংলাদেশ পুলিশ দল রানার্সআপ হয়েছে। বাংলাদেশ পুলিশ দল ৮ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। ইরানের পিরামিড দল সমান ম্যাচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ পুলিশ ও ইরানের পিরামিড দলের ম্যাচ পয়েন্ট সমান হলে গেম পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ধারণ করা হয়। পিরামিড দলের গেম পয়েন্ট ৪৫.৫ এবং বাংলাদেশ পুলিশ দলের গেম পয়েন্ট ৪৪।

বাংলাদেশ পুলিশ চতুর্থ রাউন্ডে চ্যাম্পিয়ন ইরানের পিরামিডকে ৪.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করলেও দুর্ভাগ্যজনকভাবে পঞ্চম রাউন্ডের খেলায় সিঙ্গাপুরের চেস ক্লাবের কাছে ২.৫-৩.৫ গেম পয়েন্টে হারায় শিরোপা হাতছাড়া হয়। সিঙ্গাপুরের চেস হাব জুরং স্প্রিং ১৬ ম্যাচ পয়েন্ট ও ৩৭.৫ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় হয়।

বাংলাদেশ পুলিশ দলে ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা।

বৃহস্পতিবার শেষ রাউন্ডে বাংলাদেশ পুলিশ ৬-০ গেম পয়েন্টে সিঙ্গাপুরের লায়ন সিটি চেস মিটআপকে পরাজিত করে। আজ বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়া, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন, মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়েছেন।

এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ১৪ ক্লাব ৯ দিনব্যাপী সুইস-লিগ পদ্ধতির এ আসরে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com