রাজধানীর উত্তর বাড্ডা বড় মসজিদ গলি এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার সময় অচেতন অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধুর স্বামী আরিফুর রহমান বলেন, আমার স্ত্রী ছোটখাটো বিষয় নিয়ে আমার সঙ্গে লেগেই থাকতো এবং অতিরিক্ত রাগী ছিল। আজকে আমার সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে রাগারাগি হলে অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে অনেক ডাকাডাকি করেও দরজা খোলে না। পরে আমি দরজার ছিটকিনি ভেঙে ভেতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ঝুলে আছে। তখন অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তারা তিনভাই, একবোন। সে ছিল সবার ছোট। আমার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায়। উত্তর বাড্ডার বড়টেক মসজিদ গলি এলাকায় ভাড়া বাসায় থাকি।