নারায়ণগঞ্জের তালতলা পুলিশ ফাঁড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নব কুমার সাহা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
সোনারগাঁ তালতলা পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আব্দুল বারেক বলেন, সোনারগাঁ তালতলা এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আমরা তাকে উদ্ধার করে ভুলতা গাউছিয়া আল-রাজী হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রেমিকা দাবি করা এক তরুণী বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পাই।
তিনি আরও বলেন, ২০১৬ সাল থেকে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। আমি টেকনিক্যালে (বিআইএসএইচ) ডেন্টাল ডিপার্টমেন্টের টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। মহাখালীর একটি মেসে থাকি।
ওই তরুণী জানান, নিহত নব কুমার সাহার বাড়ি নরসিংদী সদর জেলার হাজিপুর গ্রামে। তিনি নরসিংদীর একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।