করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এ দিন দেশের আট বিভাগের মধ্যে ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।