রাজধানীর বংশালের ছিক্কাটুলি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ (২২) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরনে শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাদবর বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ছিক্কাটুলীর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন সুইপার কলোনির পাশে রক্তাক্ত অবস্থায় ওই তরুণ পড়েছিল। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।