শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। সোমবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮ এর কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ বিষয়ে কাকরাইল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।