1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর সংঘর্ষ ১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ৬ দিন পর ম‌দের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটির সভাপতি বাবর সাধারণ সম্পাদক জুয়েল ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন।

ফি‌লি‌স্তি‌নি‌তে প্রায় দেড় হাজার অবৈধ বসতি নির্মাণ করবে ইসরায়েল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪৩০ বার পঠিত

পশ্চিম তীরে আরও প্রায় দেড় হাজার বসতি নির্মাণ করার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। একের পর এক এভাবে ফিলিস্তিনের জমি দখল করে অবৈধ বসতি নির্মাণের ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা এবং বিভিন্ন শান্তি কর্মীরা। এমনকি নতুন করে বসতি নির্মাণের ঘোষণায় ইসরায়েলের সমালোচনা করেছে প্রতিবেশী জর্ডানও। খবর আল জাজিরার।

রোববার পশ্চিমতীরে আরও ১ হাজার ৩৫৫টি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ডানপন্থি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরকারের নির্মাণ ও আবাসন মন্ত্রণালয়।

১৯৬৭ সালে ছয় দিনের সংঘাতে ওই অঞ্চল দখল করে নেয় ইসরায়েল। তারপর থেকে কিছুদিন পর পরই সেখানে অবৈধ বসতি নির্মাণ করছে দখলদাররা।

এদিকে নতুন অবৈধ বসতিতে আরও দুই হাজারের বেশি বাসিন্দার থাকার ব্যবস্থা করা হবে বলে ধারণা করা হচ্ছে। গত আগস্টেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিল ইসরায়েলের বেশ কয়েকটি প্রতিরক্ষা সূত্র।

আবাসনমন্ত্রী জিভ এলকিন এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি জোরদার অপরিহার্য হয়ে পড়েছে।

মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বক্তৃতার সময় অবৈধ ভাবে এসব বসতি নির্মাণের ফলে ফিলিস্তিনি জনগণের প্রতি যে আগ্রাসন সৃষ্টি হয়েছে তাতে অন্যান্য দেশ বিশেষ করে, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কেমন প্রতিক্রিয়া জানায় তা দেখার জন্য অপেক্ষা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের একের পর এক অবৈধ বসতি স্থাপন। এদিকে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেন, বসতি নির্মাণের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতিতে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ইসরায়েলি ইহুদি বসবাস করছেন। আন্তর্জাতিক আইনের আওতায় এই বসতি অবৈধ। এদিকে নতুন করে ইসরায়েলের বসতি নির্মাণের ঘোষণাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জর্ডান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com