কামরাঙ্গীরচরে নেশাজাতীয় ৫০০ পিস ইনজেকশনসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আজিজ ওবায়েদ রিমন ও শেখ ফারহানা।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর, ২০২১) ২২:৫০ টায় হোন্ডা মোবাইল টিম ডিউটি করার সময় গোপন তথ্য পায় যে, কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি বাদশা মিয়া স্কুলের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ২৩:০৫ টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আজিজের নিকট থেকে ৩৫০ পিস ও ফারহানার নিকট থেকে ১৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ইনজেকশন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে।