ঢাকা পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার এক কেজি ৭০৭ গ্রাম হেরোইনসজ এক নারীকে আটক করেছে র্যাব-৪। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র্যাব-৪ এর সিনিয়র এসপি সাগর দিশা জানান,
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে এক নারীকে আটক করা হয়। তার নাম আনোয়ারী (৪০) । তার কাছ থেকে এককেজি ৭০৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা এবং মাদকের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে এনে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট ৪টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি নিজেকে মাদক সম্রাজ্ঞী হিসেবে দাবি করেন।