রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদার জানান, গত ৭ অক্টোবর, ২০২১ (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মোঃ আব্দুল গফুর একজন লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহি: বিভাগের বারান্দায় অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে তিনি তাকে চিকিৎসার জন্য সার্জারী বিভাগে ভর্তি করেন। পরবর্তীতে গত ৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো বলেন, সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে মৃত ব্যক্তির ডিএনএ ও হাতের ছাঁপের নমুনা সংগ্রহ করলে তার নাম মোঃ সোহাগ পাটোয়ারী , পিতা- সেলিম পাটোয়ারী, গ্রাম- চরআবদানী, পোস্ট- চরবাড়ীয়া, থানা- বরিশাল সদর, বরিশাল জানা যায়।
এ সংক্রান্তে শাহবাগ থানায় ৯ অক্টোবর, ২০২১ একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। যার নম্বর- ৭০। ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, শাহবাগ থানা (০১৩২০–০৩৯৫২০) ও ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।