1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে প্রেমিক আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৭৭ বার পঠিত

প্রেমিকার আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মাঈন উদ্দিন হিরন চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৬ অক্টোবর) তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিডি ক্যাসেট জব্দ করা হয়।

র‌্যাব জানায়, মাঈন উদ্দিনের সঙ্গে এক বছর আগে ভুক্তভোগী নারীর পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে মাঈন উদ্দিন ভুক্তভোগী নারীকে ধর্ষণের চেষ্টা করেন ও মোবাইলে বেশকিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করেন। পরে এসব ছবি-ভিডিও অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে শনিবার অভিযুক্ত মাঈন উদ্দিনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com