রাজধানীর চকবাজারে পুলিশের উপর হামলা ও কর্তব্য পালনে বাধা প্রদানের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মহসীন, মোঃ হযরত আলী, ইকবাল হোসেন, জুবায়ের ও আব্দুর রহমান ওরফে দয়া দেবনাথ।
শুক্রবার (১৫ অক্টোবর, ২০২১) বিকাল ৩:৪৫টায় চকবাজার থানার নূর ফাতাহ্ লেন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম ডিএমপি নিউজকে বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চকবাজার নূর ফাতাহ্ লেন রাস্তার মাথায় কতিপয় জনতা জনসাধারণের ক্ষতি সাধনের উদ্যেশ্যে একত্রিত হয়। পুলিশ বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর আক্রমণ শুরু করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলে উত্তেজিত জনতা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর শুরু করে। সরকারি সম্পত্তি ও জনসাধারনের জানমাল রক্ষার্থে পুলিশ শটগান ও গ্যাসগান ফায়ার করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার মাধ্যমে পরিস্থিতি নিয়ণ্ত্রণে আনে। এসময় দুইজন পুলিশ সদস্য আহত হোন।
তিনি আরো বলেন, বেআইনি জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান ও বলপূর্বক আঘাত প্রদানের অভিযোগে মহসীন, হযরত, ইকবাল, জুবায়ের ও আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।