রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোছাঃ মিনু আক্তার, শাহিনুর আক্তার ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার মোঃ আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ অক্টোবর, ২০২১ (রবিবার) সন্ধ্যা ০৬:৪৫ টায় ভাটারা থানার প্রগতি স্বরণি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।