রাজধানীর চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী বিদেশী ব্রান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ মনির হোসেন। এসময় তার হেফাজত থেকে নকল Johnson’s baby lotion ১০৮০ পিস, নকল Baby pawder ৪৩২ পিস, নকল Baby shampoo ৬০০ পিস ও একটি স্টিলের হলার সম্বলিত ভেজাল প্রসাধনী তৈরি করার লোহার মেশিন উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।
এ সংক্রান্তে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন,গত ৪ অক্টোবর, ২০২১ (সোমবার) গোপন সূত্রে জানতে পারি চকবাজার থানার হাজী বাল্লু রোডের একটি বাসার (বাসা নং-৩১/৫/এফ) ৩য় তলার ভাড়াটিয়া অবৈধ কারখানায় খুলে ভেজাল শিশু প্রসাধনী পাউডার, লোশন ও শ্যাম্পু তৈরি করছে। এরপর সূত্রের সত্যতা যাচাই করে ঐ দিনই সন্ধ্যা ০৬:৩৫ টায় ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নকল শিশু প্রসাধনীসহ মনিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চকবাজার থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল-মাসুদ, বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত বিপিএম, পিপিএম এর নির্দেশনায় অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম-বার, পিপিএম এর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযানটি পরিচালিত হয়।