সাত হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা মুজিব শতবর্ষেই জাতীয়করণ,এমপিওভুক্তি ও প্রাথমিক স্কুলের মতো শিক্ষার্থীদের খাবারসহ পাঁচ দফা দাবি তুলেছে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদ। সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি তোলে সংগঠনটি।
মানববন্ধনে বলা হয়, মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা। চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রী অনুমোদিত ৩১১ কোটি টাকা বাস্তবায়নসহ তালিকাভুক্ত সাত হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য অর্থ বরাদ্দ, অতিদরিদ্রদের বৃত্তিসহ প্রাথমিক স্কুলের মতো শিক্ষার্থীদের খাবার ও পোশাক। ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দসহ স্থায়ী রেজিস্ট্রেশন দাবি করেন বক্তারা।
তারা বলেন, নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় সাত হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অন্তর্ভুক্ত করা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন পরিষদের নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদী, মহাসচিব তাজুল ইসলাম ফরাজী, আওয়ামী ওলামা লীগের সভাপতি মো. সুলাইমান, স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিমসহ অনেকেই।সুত্র:জানি