গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯৪ জন। সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ আট জন আর নারী ১০ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭০০ জন আর নারী ৯ হাজার ৮৯১ জন।