রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।শনিবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে।
এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারের কাউকে ছাড় দেওয়া হবে না।
গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মো. মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিনই তার ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে উখিয়া থানায় মামলা (মামলা নম্বর- ১২৬, তারিখ-৩০/০৯/২০২১) দায়ের করেন।
এই হত্যাকাণ্ডে গত শুক্রবার দিবাগত রাতে দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। এ নিয়ে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।