1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চাষাড়ায় ছাত্র দল কর্মী কে ছুরিঘাত করে হত্যা উ‌খিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি , নিহত ১ ধর্ষক‌দের দ্রুত গ্রেফতা‌রের দাবী‌তে মহাসড়ক অব‌রোধ ক‌রে জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা কু‌মিল্লার ১৭ উপ‌জেলায় ১১ জন নারী ইউএনও কর্মরত ১৪ নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের ইফতারের আয়োজন কু‌মিল্লা দেবীদ্বারে অজ্ঞাত নারীর লাশের প‌রিচয় পাওয়া গে‌ছে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুর মিয়া‌কে কুপিয়ে হত্যা ‌দৈ‌নিক কাল‌বেলার কু‌মিল্লা ব্যু‌রো চিফ হ‌লেন মাসুক আলতাফ চৌধুরী ধ্বংসস্তূপে ইফতার করলেন ফি‌লি‌স্তি‌নিরা পাবনার সাঁ‌থিয়ায় সড়কে গাছ ফে‌লে ৪০ গাড়ী‌তে ডাকা‌তি

বি‌সিএস সাধারন শিক্ষা স‌মি‌তির ভি‌ক্টো‌রিয়া ক‌লেজ ইউ‌নি‌টের সভাপ‌তি প্রফেসর ড.আবু জাফর খান

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৯৪ বার পঠিত
প্রফেসর ড. আবু জাফর খান

প্রফেসর ড.আবু জাফর খান বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি নির্বাচিত।৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সা‌ড়ে সাতটায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের এক ভার্চুয়াল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রথমপর্বে সভাপতিত্ব করেন ইউনিটের সহ সভাপতি প্রফেসর কাজী মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।

সমিতির কলেজ ইউনিটের সভাপতির পদটি সাবেক সভাপতি প্রফেসর বিজয় কৃষ্ণ রায় স্যারের পিআরএল জনিত শূন্য হওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর ড.আবু জাফর খান স্যারকে (অধ্যক্ষ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ) ইউনিটের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. আবু জাফর খান স্যারের সভাপতিত্বে সভার দ্বিতীয় পর্বে ইউনিটের বদলিজনিত কয়েকটি শূন্যপদে নতুনসদস্য নির্বাচন করা হয়। “এ নির্বাচনে আজকের সভায় অনুপস্থিত কোনো সদস্যকে নির্বাচনের জন্য সুপারিশ করা যাবে না”এ শর্তের ভিত্তিতে মাননীয় সভাপতি ৩ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করে দেন। ১৫ মিনিট বিরতি শেষে সার্চকমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নোক্ত সদস্যগণকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়ঃ

যুগ্ম সম্পাদকঃ মো.মুনির আহাম্মদ, সহযোগী অধ্যাপক,গণিত বিভাগ।

নির্বাহী সদস্যঃ
 সৈয়দ আহমেদ সহযোগী অধ্যাপক পদার্থ ।
মোহাম্মদ মঈন উদ্দিন সহযোগী অধ্যাপক,সমাজ কর্ম।
জুবাইদা নূর খান,সহকারী অধ্যাপক,ইংরেজি ।
মোহাম্মদ শাহজাহান, সহকারী অধ্যাপক,বাংলা ।

মোহাম্মদ ইউনুছ মিঞা,সহকারী অধ্যাপক,রসায়ন ।
গোলাম জিলানী , সহকারী অধ্যাপক,ব্যবস্থাপনা।
কাজী আপন তিবরানী,প্রভাষক ইংরেজি ।
মো.মনছুর হেল্লাল, প্রভাষক,বাংলা।
নূর মোহাম্মদ নূর উল্লাহ্,প্রভাষক রাষ্ট্র বিজ্ঞান।

সভায় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবদুল কাইয়ুম নিজামী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আসফাক হোসেন এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো.মুজিবুর রহমানসহ উপস্থিত অনেকেই নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। আর কোনো আলোচনা না থাকায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com