বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী ট্রলারটি জব্দ করা হয়। মিয়ানমার থেকে সমুদ্র পথে এসব ইয়াবা বাংলাদেশে আনা হয় বলে জানায় র্যাব। আটককৃত আসামিরা হলো-রশিদ উল্লাহ, আমানত, মো. করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর প্রায় আধাঘণ্টা ধাওয়া করে আটক করা হয় ট্রলারটি ।