কুমিল্লা সীমান্তে শতাধিক চোরাকারবারী ধরাছোঁয়ার বাইরে থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ মাদক কারবারসহ নানা অপকর্ম।কুমিল্লা সীমান্তের একাধিক চোরাকারবারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে জানা যায়। সীমান্তের নিশ্চিন্তপুর, গোলাবাড়ী, বিবির বাজার, কটকবাজার, সাহাপুর, সুর্যনগর,লক্ষীপুর, ধলকুইয়া, সোনাইছড়ি, যশপুর, মথুরাপুরসহ চৌদ্দগ্রাম সীমান্তে একাধিক পয়েন্ট রয়েছে। এইসব পয়েন্টে চোরাকারবারীরা মাদকদ্রব্য,মোবাইল ফোনসহ উত্তেজিত ট্যাবলেট সারাদেশে সরবরাহ করে যাচ্ছে। সীমান্তের সকল চোরাকারবারিদের নিয়ে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আসছে। নাগরিক খবর চোখ রাখুন।