গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন, যা গতকাল ছিল ৫১ জন। অর্থাৎ গতকালের তুলনায় আজ মৃত্যু কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে। আজ শনাক্ত হয়েছেন এক হাজার ৯০৭ জন, যা গতকাল ছিল এক হাজার ৮৬২ জন। বেড়েছে শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছয় দশমিক ৪১ শতাংশ; যা গতকাল ছিল পাঁচ দশমিক ৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন ২৭ হাজার ১৪৭ জন। নতুন এক হাজার ৯০৭ জনকে নিয়ে এখন পর্যন্ত ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন শনাক্ত হলেন।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৯ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।