কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে মাথায় গুলি লেগে শুভ মল্ল (২৬) নামে এক র্যাব সদস্য মারা গেছেন। পুলিশের এই কনস্টেবল প্রেষণে র্যাব সদরদপ্তরে কর্মরত ছিলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে র্যাব সদরদপ্তরে এ ঘটনা ঘটে।
বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুভ একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।