রাজধানীর হাজারীবাগে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক ফয়সালকে (১৬) গ্রেফতার করে পুলিশ। এদিকে ওই শিশুকে রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
শিশুর মা বলেন, শুক্রবার (১০ সেপ্টেম্বর) মেয়েকে ফুসলিয়ে ফয়সাল বিকেল ৫টার দিকে ওই এলাকার একটি বাড়ির তিনতলায় ডেকে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাসায় ফিরে আসলে মেয়ে অসুস্থ বোধ করায় তাকে জিজ্ঞাসা করলে সে একথা জানায়। পরে থানায় মামলা করলে পুলিশ ফয়সালকে গ্রেফতার করে।
রাজারহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহাসিন আলী জানান, পরিবারের লোকজন মামলা করলে রবিবার ধর্ষক ফয়সালকে গ্রেফতার করা হয়।