মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন ইমামগঞ্জ ব্রিজ মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহীর মধ্যে দুই তরুণ নিহত হয়েছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন মো. ইয়ামিন (১৮) ও হাফিজুর রহমান আকাশ (১৯)। আহত তরুণ হলেন মো. রায়হান (২০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন।হতাহতদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ডাকাতিয়া পাড়ায়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজুরের ভাই জাকির হোসেন বলেন, ‘ওরা তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যা ছয়টার দিকে মাওয়া মহাসড়কের ইমামগঞ্জ ব্রিজ এলাকায় যাওয়া মাত্রই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’