লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে বাবা ও ভাইকে মারধর করায় মো. জসিম নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদক সেবন করে জসিম প্রায়ই তার বাবা-মাকে নির্যাতন করতেন। সম্প্রতি মাদক কেনার টাকা জোগাড় করতে বড়ভাই আলমগীর হোসেনের অটোরিকশার ব্যাটারি চুরি করে বিক্রি করে দেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে জসিম তার বাবা কাঞ্চন মিয়াকে মারধর করে। বাঁধা দিতে গেলে বড় ভাই আলমগীরকেও এলোপাতাড়ি মারধর করেন তিনি। পরে স্থানীয়রা জসিমকে গাছের সঙ্গে বেঁধে রেখে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিমকে আটক করে থানায় নিয়ে যায়।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মুরতজা আহমেদ তুহিন জানান, জসিম সবসময় নেশাগ্রস্ত থাকেন। টাকার জন্য বাবা-মাকেও সবসময় অশান্তিতে রাখেন।