1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কু‌মিল্লা সরকা‌রি ক‌লে‌জে অধ‌্যক্ষ হি‌সে‌বে যোগদান কর‌লেন প্রফেসর বাহাদুর হো‌সেন

মো: ই‌লিয়াস সবুজ:
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩১ বার পঠিত
প্রফেসর মো: বাহাদুর হো‌সেন

কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান ক‌রে‌ছেন প্রফেসর মো: বাহাদুর হো‌সেন। গত ৮ আগষ্ট র‌বিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক আদেশে এ পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদায়নকৃত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

এর আ‌গে তি‌নি মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষা‌ কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (কলেজ) হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেছেন। এছাড়াও তি‌নি কু‌মিল্লা জেলা সমাজকর্ম শিক্ষক স‌মি‌তির সভাপ‌তির দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন। তি‌নি কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লে‌জে সমাজকর্ম বিভা‌গে বিভাগীয় প্রধান ছি‌লেন। এছাড়াও ক‌লে‌জের ছাত্রছাত্রী‌দের শিক্ষাদা‌নে জন‌প্রিয় শিক্ষক হি‌সে‌বে ব‌্যাপক সুনাম র‌য়ে‌ছে তার।

উ‌ল্লেখ‌্য প্রফেসর বাহাদুর হো‌সেন গত মা‌সের ১ আগষ্ট ক‌রোনা প‌জি‌টিব হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন, তি‌নি শা‌রি‌রীক ভা‌বে সুস্থ হ‌য়ে আজ বুধবার ১ সে‌প্টেম্বর অধ‌্যক্ষ হি‌সে‌বে কু‌মিল্লা সরকা‌রি ক‌লেজে যোগদান ক‌রেন। কু‌মিল্লা সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ ‌হি‌সে‌বে পদায়ন হওয়ায় স‌্যার‌কে “নাগ‌রিক খবরের” পক্ষ থে‌কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌নো হ‌য়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com