বাংলাদেশ পুলিশ’র পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল ও পদায়নকৃত কর্মস্থলসহ উল্লেখ করা হল।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম)কে বগুড়া জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম)কে পিরোজপুর জেলার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোঃ শহীদুল ইসলাম (পিপিএম)কে নোয়াখালী জেলার পুলিশ সুপার।
বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)কে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম)কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
১১ জুলাই, ২০২১ (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।