করোনা ঢেউ মোকাবেলায় চলমান বিধিনিষেধ চলাকালীন দুঃস্থ, অসহায় ও ক্ষুধার্ত নারীদের মাঝে খাবার বিতরণ করছে ডিএমপির উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ।
রোববার (১১ জুলাই, ২০২১) তেজগাঁও থানা সংলগ্ন উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন প্রাঙ্গনে লজ্জায় ত্রাণ চাইতে অক্ষম নারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন, পিপিএম এ কথা বলেন।
তিনি বলেন, করোনা মহামারীর কারনে নিম্ন আয়ের যেসব নারীরা কষ্টে আছেন, যারা কাজের অভাবে খেতে পাচ্ছেন না তাদের পাশে দাড়িয়ে,পাশে থেকে সহায়তা করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি আরো বলেন, আমরা আজ থেকে দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত নারীদের মাঝে খাবার বিতরণ শুরু করেছি। আজ তেজগাঁও এলাকার ২৫০ শ্রমজীবি নারী যারা কাজের অভাবে না খেতে পেয়ে এক মুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের কে খাদ্য সহায়তা দিয়ে এই কর্মসূচি শুরু করেছি।
উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের পক্ষ হতে ঢাকা মহানগরীর অন্যান্য এলাকায় এই খাবার বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।