প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টার পারফরমেন্সে ১০৯পিস ইয়াবা, ৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী ও ২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মধ্যে:
১০৯ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী ইমান হোসেন ও জুলেখা নামের দুজনকে গ্রেফতার করা হয়। যাহা কোতয়ালী থানার মামলা নং- ১২, তারিখ- ০৪/০৭/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১।
ধৃত আসামী ইমান হোসেন(৫১) এর পূর্বের তথ্যঃ- (ক) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১২/৪৬৪, তারিখ- ০৮ আগষ্ট, ২০২০; সময়- রাত্র ২১:৪৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
(খ) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৭৬, তারিখ- ২৬ ফেব্রু, ২০১৫; সময়- ধারা- ২২(গ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
(গ) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৩৯, তারিখ- ১১ মে, ২০০৬; সময়- ২২.৩৫ ধারা- ১৯(১)এর১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
(ঘ) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১০৭/৪৩৫, তারিখ- ২৬ এপ্রিল, ২০১৭; সময়- রাত্র ২৩:১০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
ধৃত ২নং আসামী জুলেখা বেগম প্রকাশ জনু(৪৫) এর পূর্বের তথ্যঃ-
(ক) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৩৯, তারিখ- ০৯ ফেব্রু, ২০১৬; সময়- ২০.৩৫ ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দেলুকে গ্রেফতার, যাহা কোতয়ালী থানার মামলা নং- ১৩, তারিখ- ০৪/০৭/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)।
আসামী দেলোয়ার হোসেন দেলু(৫০) এর পূর্বের তথ্য-
(ক) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৯৫, তারিখ- ২৭ জুলাই, ২০১৩; সময়- ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
(খ) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৭০, তারিখ- ১৮ জুন, ২০০৮; সময়- ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
এছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত আসামি কোতয়ালী থানায় জিআর নং-৩৩৫/১৮ মূলে আসামী মোঃ রবিন, পিতা- মৃত অদুদ মিয়া, গ্রাম- আড়াইওড়া, সরকারি বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কে গ্রেফতার
করা হয়। অপর আসামি কোতয়ালী থানায় জিআর নং-৩৩৫/১৮ মূলে আসামী মোঃ আবুল কালাম, পিতা- নোয়াব মিয়া, গ্রাম- আড়াইওড়া মধ্যপাড়া দোকানদার নোয়াব মিয়ার বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।