যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রমনা বিভাগ। শনিবার (৩ জুলাই, ২০২১) দুপুর ১:০০ টায় পরীবাগ, বিটিসিএল অফিসের সামনে দেখা যায়, প্রায় ৩০০ জন ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করছে রমনা বিভাগ।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ বায়েজীদুর রহমান নাগরিক খবরকে বলেন, এই কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্যভাবে কষ্ট করছে। হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারব না। কিন্তু সাধ্য অনুযায়ী আমাদের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান স্যারের উদ্যেগে ও রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ এর তত্বাবধায়নে এই লকডাউনের প্রতিটি দিনই সামর্থ্য অনুযায়ী আমরা এসব মানুষের পাশে থাকতে চাই।
সরজমিনে পরিদর্শনে দেখা যায়, রাস্তায় নির্দিষ্ট দুরত্ব মেনে বৃত্ত তৈরি করছে পুলিশ। বৃত্তের মধ্যে ক্ষুধার্ত মানুষকে আসার জন্য আহবান করা হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করে পুলিশ।
এ সময় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ ও রমনা বিভাগের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এই খাদ্য বিতরণ করেন।