কুমিল্লা আলেখাচর মায়ামী হোটেলের কর্মচারী সুমন আহমেদ জোবায়ের হত্যা মামলার প্রধান দুই আসামি ইকবাল ও নুর আলমকে গ্রেফতার করে কুমিল্লা ডিবি পুলিশ। গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন ডিবির অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম।
মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম হত্যার রহস্য উৎঘাটনের জন্য অভিযান চালিয়ে ২৩ জুলাই ধর্মপুর ডিগ্রি কলেজ রোড়ের কালিকাপুর এলাকা থেকে ভিকটিম সুমনের মোবাইল ফোনটি উদ্ধার পুর্বক ব্যবহারকারী সাকিলকে গ্রেফতার করে। এ সময় এলআইসি টিমের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে একইদিন রাত আনুমানিক এগারটার সময় ধর্মপুর ও আশ্রাফপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি বি:পাড়া উপজেলার মৃত আবু তাহের ছেলে ইকবাল হোসেন(১৮) বর্তমান ঠিকানা আশ্রাফপুর ও দেবীদ্বার উপজেলার মৃত খোরেশেদ আলমের ছেলে নুর আলমকে(১৮) বর্তমান ঠিকানা ধর্মপুরকে জিঙ্গাসাবাদে মোবাইল ছিনতাইকালে ছুরিকাঘাতে সুমনকে হত্যার বিষয়ে স্বীকার করে এবং আদালতে হত্যার বিষয়ে স্বীকারক্তিমুলক জবানবন্দি প্রদান করে। উল্লেখ্য চলতি বছরের ২৯ মে রাতে আলেখাচর চর কোকাকোলা ফ্যাক্টরির সামনে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকার বিষয়ে পথচারী ৯৯৯ নাম্বারে কল করে জানালে কুমিল্লা সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৪৮/৩০,০৫, ২০২০ ইং।