1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল মিছিল। ২১ এপ্রিল ২০২৫, সোমবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি আসাদুল সিকদার এর নেতৃত্বে আই.এইচ.টি কলেজ ছাত্রদলের মহাখালীতে মশাল মিছিল। এপ্রিল ২১, ২০২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সোমবার, এপ্রিল ২১, ২০২৫ শহীদ জাহিদুল ইসলাম পারভেজের হ/ত্যা/র প্রতিবাদে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বি/ক্ষো/ভ মি/ছি/ল। বনানী থেকে ২১ এপ্রিল ২০২৫, সোমবার আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জে আটক ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র নবাব পারভেজ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল। ব্রিফিং | বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) লিয়াজোঁ কমিটির বৈঠক | ১৯ এপ্রিল ২০২৫, শনিবার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা; এক ডাবলুতেই আতঙ্ক পদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়া একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে: শারমীন এস মুরশিদ

বি-মি‌ডিয়ার বিল্লা‌লের মান‌বিকতায়- হারা‌নো বৃদ্ধা ম‌া‌ ফি‌রে যা‌চ্ছে বাড়ীতে

‌বিল্লাল হো‌সেন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৮০৯ বার পঠিত

কু‌মিল্লা মহানগরীর নবাব বা‌ড়ি চৌমুহনী এলাকায় তিন দিন আ‌গে মঙ্গলবার রা‌তে অজ্ঞাত এক বৃদ্ধা ম‌হিলা‌কে কান্নারত অবস্থায় দেখ‌তে পে‌য়ে এ‌গি‌য়ে যান স্থানীয় বা‌সিন্দা বি মি‌ডিয়ার প‌রিচালক বিল্লাল হো‌সেন। ম‌হিলার কা‌ছে গি‌য়ে বা‌ড়ির ঠিকানার বিষ‌য়ে জি‌ঙ্গেস কর‌লে বৃদ্ধা কোন ঠিকানা বল‌তে পারছেন না শুধু কান্না করছিলেন। এমতবস্থায় মান‌বিক দৃ‌ষ্টি‌কোন থে‌কে বিল্লাল হোসেন তার বন্ধু মাহবুব হো‌সেনকে জানায়ও তার প‌রিবা‌রের সা‌থে থাকার ব‌্যবস্থা ক‌রেন।

প‌রে বিল্লাল হো‌সেন ম‌হিলার ছ‌বি দি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এক‌টি পোস্ট দি‌য়ে প‌রিচয় জানার চেস্টা ক‌রেন। এর ম‌ধ্যে বৃদ্ধা দু‌দি‌নের মাথায় জ্ঞান আস‌লে  জানায় তার নাম জাহানারা স্বামীর নাম মানিক (প্রবাসী) মেঝ মেয়ের নাম জানায় জেসমিন, ছোট ছেলে : রহিম (মাদ্রাসায় পড়ে) গ্রাম : সেবার হাট / জমিদারহাট (মহিলার তথ্য অনুযায়ী) থানা:সেনবাগ জেলা নোয়াখালী।

আজ বৃহ:প‌তিবার বৃদ্ধার ঠিকানার সন্ধান পাওয়া যায়।  বুধবার পিবিআই এর ২জন কর্মকর্তার সহযোগীতা নিয়ে ফিঙ্গার এর মাধ্যমে এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাহার বড় ভাই ছোট ছেলের মাদ্রাসায় খবর দিলে ভিডিও কলে তার ভাইয়ের ছেলে দেখে তার ফুফুকে সনাক্ত করেন।

২৪ জুন বৃদ্ধার বড় ভাই , ভাবী, ছেলে ও বৃদ্ধার মাদ্রাসা পড়ুয়া ছোট ছেলে এসে সনাক্ত করে সেনবাগ থানার জিডির কপি সহ সকল তথ্য দেখিয়ে বৃদ্ধা‌কে বা‌ড়ি‌য়ে নি‌য়ে যায়।

বৃদ্ধা জাহানারার বিষ‌য়ে সাম‌গ্রিক ভা‌বে সহ‌যো‌গিতায় করায় সূর্য শিখার আহ্বায়ক আলাউদ্দিন – সভাপতি রেহেনা বেগম ও সাংষ্কৃতিক সম্পাদক মিথিলার প্রতি কৃতজ্ঞতা জানান বিল্লাল। বি‌শেষ কৃতজ্ঞতা জানান মাহবুব হো‌সে‌নের প্রতি যে মানুষ‌টি গত ৩ দিন তার পরিবারের সাথে বৃদ্ধা মহিলাকে রেখে খাওয়া দাওয়া ও চি‌কিৎসা যত্ন নেওয়ার জন‌্য। কৃতজ্ঞতা জানান পিবিআইয়ের পু‌লিশ কর্মকর্তা মতিউর ও পিপলুকে।

আজ সকা‌লে বৃদ্ধা জাহানারার প‌রিবা‌রের লোকজন কু‌মিল্লায় এ‌সে তা‌কে বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়ার কথা র‌য়ে‌ছে ব‌লে জানায় বিল্লাল হো‌সেন ।

এ বিষ‌য়ে বি-মি‌ডিয়ার প‌রিচালক ‌বিল্লাল হো‌সেন জানান, মান‌বিক দৃ‌ষ্টি‌কোন থে‌কে মা‌য়ের বয়সী বৃদ্ধা‌কে বন্ধু মাহবু‌বের বাসায় থাকার ও চি‌কিৎসার ব‌্যবস্থা গ্রহন ক‌রি। ধারনা করা হয় অজ্ঞান পা‌র্টির কব‌লে প‌ড়ে‌ছিল বৃদ্ধা। বিষয়‌টি নি‌য়ে মান‌বিক দৃ‌ষ্টি‌কোন থে‌কে ফেসবু‌কে এক‌টি পোস্ট দি‌য়ে সহ‌যো‌গিতা চাই‌লে মানুষ নানা ধর‌নের মন্তব‌্য ক‌রে, যা দে‌খে কিছুটা ব‌্যথিত হ‌য়ে‌ছিলাম। ত‌বে আজ অ‌নেক আনন্দিত যে বৃদ্ধা মা‌য়ের ঠিকানা খুঁ‌জে পাওয়ায়।
এ দি‌কে স্থানীয় এলাকাবাসী বি-মি‌ডিয়ার প‌রিচালক বিল্লা‌লের হো‌সে‌নের মান‌বিক কা‌জের জন‌্য সক‌লের নিকট প্রশংসিত হয়ে‌ছেন। জয় হোক মানবতার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com