সূচি অনুযায়ী প্রিমিয়ার ফুটবল লিগে আগামী ২৫ জুন চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে সাদা-কালো শিবিরে হানা দিয়েছে করোনা। ১২ জন ফুটবলারের সাথে করোনায় আক্রান্ত হয়েছেন কোচ শন লেনও।
এ ছাড়া দলের চারজন কর্মীর শরীরেও শনাক্ত হয়েছে করোনা। কাল আটজনের করোনা শনাক্তের খবরের পর বাকি ৯ জনের পরীক্ষার ফল এসেছে আজ। কোচ লেন তার নিজের বাসায় আইসোলেশনে থাকলেও খেলোয়াড়েরা আইসোলেশনে আছেন ক্লাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের পরিচালক ও ফুটবল সম্পাদক আবু হাসান চৌধুরী, ‘আমাদের ১২ জন খেলোয়াড়সহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে আছেন কোচ শন লেনও। আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।’ এমতাবস্থায় আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি। আগামীকাল বাফুফে বরাবর আবেদন করা হবে বলেও জানিয়েছেন আবু হাসান।
লিগে ১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে মোহামেডান। সর্বশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। উড়তে থাকা দলটি করোনায় আক্রান্ত হয়ে এখন ধুঁকতে শুরু করল।