ঢাকার গুলশানের কমিউনিটি ক্লাবে গভীর রাতে ভাঙচুর চালানোর সুনির্দিষ্ট অভিযোগ পেলে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার। গতকাল দুপুরে ডিএমপি মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবো। এ বিষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিনের মাদকের মামলাটিও আমরা তদন্ত করছি। কমিউনিটি ক্লাবেরও সদস্য নাসির ইউ মাহমুদ। পরীমনি অভিযোগ করেছেন বোট ক্লাবের ঘটনার পর গুলশানের ওই ক্লাব কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে ঘটনাটি সামনে এনেছে।
যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি তারা শুধু ঘটনাটি গণমাধ্যমকে অবহিত করেছেন। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো উদ্যোগ নেয়া হয়নি।
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠে। ক্লাব কর্তৃপক্ষ বলছে, এক সহযোগীর ‘ড্রেসকোড’ নিয়ে প্রশ্ন করতেই চটে যান পরী। এতে তিনি গ্লাস ও টেবিল ভাঙচুর চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। ক্লাবে ভাঙচুরের অভিযোগটি করেন অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল। ৮ই জুন রাতে এ ঘটনা ঘটে। একই রাতে বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হন বলে পরীমনির দাবি। এ অভিযোগে তিনি সাভার থানায় মামলা করেছেন। এ ঘটনায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ ৫ জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।