কুমিল্লায় সপরিবারে করোনা আক্রান্ত- হয়েছেন মানবিকতার ফেরিওয়ালা -মানবিক যোদ্ধা ও আত্মমানবতার সেবক “বিবেক”এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু!
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন কাফনে পরিবারের লোকজন ও স্বজনেরা মৃত ব্যক্তির কাছে থাকে না। মৃত ব্যক্তির প্রতি নিষ্ঠুর আচরণে মৃত ব্যক্তির দাফন নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা।মৃত ব্যক্তির প্রতি নিষ্ঠুর আচরনের পরিস্থিতি যার হৃদয়কে ব্যথিত করেছিল তিনি হলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ও বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা মহানগরীতে “বিবেক” নামের একটি সেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠানের মাধ্যমে একদল মানবিক যোদ্ধাদের নিয়ে ছুটে চলেছেন শহরে, গ্রামগঞ্জে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাপন কাফনে । করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির গোসল, কাফন, জানাজা ও দাফনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন মানবতার ফেরিওয়ালা মানবিক যোদ্ধা ইউসুফ মোল্লা টিপু।
করোনাকালীন সময়ে পরিবার পরিজনের কথা চিন্তা না করে নিজের সর্ব্বোচ মানবিকতাকে উজাড় করে নিজ খরচে প্রতিনিয়ত করোনায় মারা যাওয়া মৃত ব্যক্তিদের গোসল, কাফন, জানাজা ও দাফন করে আসছেন করোনার এই মানবিক যোদ্ধা ।
মানুষের সেবা করতে গিয়ে মানবিকতার ফেরিওয়ালা ইউসুফ মোল্লা টিপু তার পরিবারের স্ত্রী সন্তান সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি পরিবারের সদস্যরাসহ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। ইউসুফ মোল্লা টিপু সপরিবারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিবেকের অন্যতম সদস্য ও মহানগর যুবদল নেতা আসিফ ইকবাল ফারিয়াল।
মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন বিবেক টিমের সকল সদস্যদের জন্যও সবাই দোয়া করবেন, করোনায় মৃত ব্যক্তিদের জানাজা, দাফন কাফন করতে আল্লাহ পাক যেন তাদের সুস্থ ও করোনা মুক্ত রাখেন।