পারিবারিক বিরোধের জেরে মাদ্রাসার এক ছাত্রকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে তার বাবা। চাঞ্চল্যকর খুনের এ ঘটনায় সরাসরি জড়িত নিহতের বাবা ও ফুপাত ভগ্নিপতিকে গ্রেফতার করেছে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার বিকেলে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন পিরুজালী আকন্দপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন আকন্দের ছেলে নিহতের বাবা বাবুল হোসেন আকন্দ (৪২) এবং একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নিহতের ফুপাত ভগ্নিপতি এমদাদুল (৩৫)।