আন্তঃনগর ট্রেনের টিকিট আগামী ৮ জুন থেকে কাউন্টারেও বিক্রি করা হবে। বৃহস্পতিবার রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে ট্রেনের আসনসংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল আছে। তবে বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইন ও মুঠোফোন অ্যাপে ৮ জুন থেকে বিক্রি করা হবে।
Body stripe polo shirt Advaraiser
সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। কেউ টিকিট কিনে ফেরত দিতে চাইলে যথাযথ নিয়মে তাও রিফান্ড করা হবে।
অনলাইন বা কাউন্টারে যেকোনো মাধ্যমে নির্ধারিত কোটার টিকিট অবিক্রিত থাকলে যাত্রার ৪৮ ঘণ্টা আগে অন্য মাধ্যমের কোটায় চলে যাবে। অর্থাৎ কাউন্টারের কোটার টিকিট বিক্রি না হলে স্বয়ংক্রিয়ভাবে তা অনলাইন কোটায় চলে যাবে। একইভাবে অনলাইনের টিকিট কাউন্টারে সরবরাহ করা হবে।