রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।গ্রেফতারকৃতের নাম- মোঃ জসিম উদ্দিন ২৮)। এসময় তার হেফাজত হতে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল জানান বলেন, ২ জুন,২০২১ (বুধবার) ১৬:৫০ টায় হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডেমরা জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত।
এ সংক্রান্তে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।