রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ লিটন খান (৪৬) ও মোঃ আব্দুল খালেক (৪৫)। এ সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালবাগ জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ শামসুল আরেফীন নাগরিক খবরকে বলেন, ১ জুন,২০২১ (মঙ্গলবার) ১৬:১০ টায় কদমতলী থানার বর্ণমালা স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।