হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি আরবফেরত যাত্রীর প্রেশার কুকার ও চার্জার লাইটের ভেতর থেকে দুই কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
শনিবার (০৮ মে) দুপুরে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার আব্দুস সাদেক সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এদিন দুপুর সাড়ে ১২টায় সৌদি আরব থেকে আসা এসভি-৩৫৮০ ফ্লাইটের যাত্রী বাহার মিয়া গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সঙ্গে থাকা ব্যাগেজে কোনো সোনার বার বা সোনার অলঙ্কার আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।