সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর চলমান নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির ওভারসাইট বোর্ড বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, রিপাবলিকান নেতারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবেন। তবে আগামী ৬ মাসের মধ্যে আবারো বিষয়টি পর্যালোচনা করবে ফেসবুক। ওভারসাইট বোর্ড জানিয়েছে, তখনই শেষ সিদ্ধান্ত নেয়া হবে যে ট্রাম্প আর কখনো ফেসবুকে ফিরতে পারবেন কিনা।
গত জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদের শেষের দিকে ক্যাপিটল হিলে তার অনুসারীদের হামলার ঘটনার পর সাবেক এ প্রেসিডেন্টকে নিষিদ্ধ করে ফেসবুক। কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এটি নজিরবিহীন। পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়। এটি ‘ফেসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে। সেই বোর্ড থেকেই এই সিদ্ধান্ত এলো। একইসঙ্গে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম যা ফেসবুকেরই অধীনে, সেখানেও নিষিদ্ধ থাকবেন ট্রাম্প।
ট্রাম্পকে নিষিদ্ধ করার পর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, আমরা বিশ্বাস করি, ট্রাম্পকে ফেসবুকে অনুমোদন দেয়া হলে তিনি আবারো উস্কানিমূলক কিছু করবেন এমন আশঙ্কা প্রবল।