নারায়নগন্জ নগরীর নয়ামাটি এলাকায় একটি হোসিয়িারি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ( ৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় নয়ামাটি এলাকার অর্চনা মার্কেটের চার তলায় একটি হোসিয়ারি গোডাউনে ঐ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।অগ্নিকান্ড ঘটা ঐ ভবনের পাশাপাশি কাছ ঘেষে আরেকটি ভবন থাকায় আগুনের ধোয়া বের হতে পারছে না।যার কারনে অতিরিক্ত ধোয়ার ফলে ফায়ার সার্ভিসের কাজ করাটা অনেকটা কঠিন হয়ে পড়েছে এছাড়াও রাস্তা অনেক সরুু হওয়ায় এবং পানির সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ ব্যাপারে আমাদের নাগরিক খবরের নারায়নগঞ্জের নিজস্ব প্রতিবেদক মো মাসুম মোল্লা গত ৩০ শে এপ্রিল একটি প্রতিবেদন লিখেছিলো যার ধারাবাহিকতার আজকে উপলব্ধি করা গেলো।