1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

ভোগবাদী সমাজের কবলে অবুঝ মুনিয়ার আত্মহনন!

মাসুদা তোফা:
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৫১৫ বার পঠিত

ভোগবাদী সমাজের কবলে অবুঝ মুনিয়ার আত্মহনন —- মাসুদা তোফা

এটা ভোগবাদী সমাজ‌
মুনিয়ার বুকফাটা আর্তনাদ বা করুন কান্না বা একটু অবলম্বনের আকুতি উঁচু তলায় থেকে স্পর্শ করবে কিভাবে! যেখানে প্রতিরাতে নারী পালাবদল হয়!
হায়রে বোকা মেয়ে এভাবে জীবনটা দিলি! কার জন্য?
সকল সুযোগের উর্ধ্বে চলে গেছিস একটু সুযোগ থাকলে তোকে শেখাতাম কেমন করে বাঁচতে শিখতে হয় মা।
এমন উঁচু তলার দিকে তাকাতে হয়না, ওখানে মানুষ থাকে না, ওরা মানুষ না। ওটা স্বার্থপরতা লোভ ভোগের এক অসুখী নোংরা স্থান। ওরা কখনো সুখী হতে পারেনা সুখের ভান করে সময় পার করে মাত্র। সেই উঁচু তলার নারীদের অবস্থা আরও ভয়াবহ।

যে নিজে সুখী নয় সে অন্যকে সুখ দেবে এটি কল্পনা করা বাতুলতা। তুই ভুল স্বপ্নে বিভোর ছিলেরে বোকা মেয়ে।
আর সেই সমাজে কারো জন্য বা কোনো নষ্ট শয়তানের জন্য আত্মহত্যা( যদি আত্মহত্যা হয়ে থাকে) অসম্ভব!
তাকে, তাদেরকে সকল শক্তি দিয়ে কেবল ঘৃণা করা যায় , করুনা করা যায়।
আত্মশক্তিতে বলিয়ান হ যেভাবে পারিস! স্বাবলম্বী হ যেভাবে পারিস, অন্তত এই পথে সামনে জীবনে যাবার কোনো সুযোগ নেই ওরা আগাগোড়াই পাপাচারে লিপ্ত। তোর যখন জীবন যায়
তখন ওদের কাছে এসব খেলা! সেই খেলার পুতুল হলি তুই! হায়রে অবুঝ পোড়া কপালি নিজেকে কেন অনেক ভালবাসতে পারলিনা !
বিত্ত বৈভব এদের শয়তানে পরিণত করেছে । জীবনে চেষ্টা করলে হয় না এমন উদাহরণ নেই ( কম বা বেশি) । অধ্যবসায়ী হও , চাইলে সাফল্য আসবেই।
অন্যদের ও বলি চারপাশে তাকালেই এমন অনেক অমানুষ পাবে তাদের কখনো ভালোবাসা নয়, ঘৃণা কর, প্রচন্ড ঘৃণা, থু দাও। নত হইও না উঠতে বসতে। অল্পে তুষ্ট হতে শিখতে হবে।
আমার যা আছে তাই আমার অহংকার। আমি নিজেই আমার অহংকার, আমার জন্য আমিই যথেষ্ট এই কথাটা যেদিন আমাদের মেয়েরা বলতে শিখবে, আমরা বলতে শেখাতে পারবো, সেদিনই এই ভোগবাদীদল পিছু হটবে ।
আশায় আছি সেদিনের ❤️💚

 

লেখক: সহ‌যো‌গী অধ‌্যাপক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com