কুমিল্লা জেলা ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, রোববার রাত ৮ টার দিকে সদর দক্ষিন উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে আনিস ও একই উপজেলার দয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে মাইনুদ্দিনকে ১০ কেজি গাজাঁসহ গ্রেফতার করা হয়।
কুমিল্লা ডিবি পুলিশের এসআই শাহীন কাদিরের নেতৃত্বে পৃথক আরোও একটি অভিযানে সদর দক্ষিন উপজেলার ভাটপাড়া এলাকা থেকে সুয়াকাজী দরিবটি গ্রামের সোলেমান মিয়ার ছেলে সাব্বির হোসেনকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিন মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ।ডিবির অপর একটি টিম সদর দক্ষিন উপজেলার লালবাগ এলাকা থেকে ফারুক হোসেন, কামাল ও মান্নান নামের তিনজন মাদক ব্যবসায়িকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।
মাদক উদ্ধারে গত একমাস ধরে ধারাবাহিক সফলতার বিষয়ে জানতে চাইলে এসআই শাহীন কাদির বলেন, “একটি গ্রাম একটি দেশ মাদকমুক্ত বাংলাদেশ” গড়তেই জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ স্যার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
কুমিল্লাকে মাদকমুক্ত করতে এসপি স্যারের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে পারায় বিপুল পরিমান মাদক ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সফলতা অর্জন করছে ডিবি পুলিশ। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।