রাজধানীর বংশাল হতে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রফিকুল ইসলাম (২৭), মোঃ ইসমাইল হোসেন (২৮) ও মোঃ তোফাজ্জল হোসেন ওরফে তুফান (১৯)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (১৭ এপ্রিল, ২০২১) সন্ধ্যা ০৭.৩০ টায় বংশাল থানার তাঁতীবাজার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম। গোয়েন্দা বিমান বন্দর জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করত মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে।