রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি ২ লাখ ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সহযোগিতায় টাকার মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়।
গত ৮ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক কাপড় কিনতে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাটে আসেন। সেখানে যাত্রীবাহী লেগুনায় ব্যাগ ভর্তি টাকা রেখেই তিনি হাটে চলে আসেন।পরে লেগুনার অপর যাত্রী শাহআলম টাকা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দেন। খবর পেয়ে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় টাকার ও নোটের পরিমানসহ প্রমাণ দেওয়ার পর মোজাম্মেল হকের হাতে টাকা তুলে দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহআলম, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন, পূর্ব রাজারগাঁও ইউনিয়ন পরিষদেও সদস্য ইসমাইল শেখ, মো. জুলহাস প্রমুখ।