যন্ত্রের ভিতরে আমি প্রেমিক
বহুদিন হয় তৃপ্ততা নেই বাতাসে
খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলতে গিয়ে একটু বিশ্রাম,
তুমি ছুঁয়ে দাও বাতাসে নির্মল মৌনতা
অসম্ভব ক্ষুধার যন্ত্রণায় একবার ভুলে বিষপান করেছিলাম –
তারপর সবকিছুই একান্ত আমার ভাবতে গিয়ে আমি প্রেমিক।।
সবুজ চত্বরে অপেক্ষারত কাঠের বেঞ্চি
ওখানে আর কেউ ছিলো না আমার মত প্রতিক্ষা প্রেমিক,
বাবরি চুল ছিলো না বলে হয়তো-
কবি অথবা প্রেমিক মানতে নারাজ ছিলো অসংখ্য পথিক,
আমি কেবলই যন্ত্রের ভিতরে লুকাতে থাকি মনের সাধনায়।।
তুমি এবং তোমরা কখনোই বোঝতে চাওনি
রাতটা শুধুই আমার অবিচল অন্ধকারে নিকষিত প্রেমে,
সেই যে একবার বিষপান করেছিলাম
আসলে ওটা বিষ ছিলো না; ওটা যন্ত্রসুলভ প্রেমিক ছিলো,
তারপর; অমৃত রয়ে গেলাম যন্ত্রের ভিতরে আমি প্রেমিক।।
বিশ্বাস করো হে জগৎ সংসারী
কেউ মৃত্যুর প্রত্যশায় জীবন পুষে রাখেনা আলোর সঞ্চারী হয়ে,
কেউ একজন হয়তো প্রেমিক হয়
বিতৃষ্ণা এনে দেয় নিঃশ্বাসের দুয়ারে আর ঠেলে দেয় অন্ধকারে,
মৃত্যু সেতো অবুঝ এবং ক্ষুধার্ত ; পেলেই লুফে নেয় প্রাণ আর প্রেমিক।।