রাজধানীর বাড্ডা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক হোসেন (৪৩) ও মোঃ হুমায়ুন (২২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০,০০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে একটি এসিবাস জব্দ করে উত্তরা জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, বৃহস্পতিবার (১ এপ্রিল, ২০২১) সকাল ১০.৩০ টায় প্রগতি স্বরণী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে পরিবহনযোগে ইয়াবা ঢাকায় নিয়ে আসত। এরপর তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয় করত।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।