করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ৫ লক্ষ মাস্ক উপহার দিয়েছে আমিন মেহাম্মদ গ্রুপ।সোমবার (২২ মার্চ) সকাল ১১ টায় ডিএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর নিকট মাস্ক হস্তান্তর করেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম-বার, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মঈনুল হক বিপিএম-বার, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন বিভাগ) মোঃ আনিসুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার ও উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম-সেবা।
আমনি মোহাম্মদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানীর সেক্রেটারি মোহাম্মদ পারভেজ আলম,হেড অব অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি মোহাম্মদ নূর-ই সাইফুল্লাহ ফয়সাল ও চিফ প্রটোকল অফিসার মুনিফ আম্মার।